Khoborerchokh logo

পীরগঞ্জে মাইক্রোবাস ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৮ 359 0

Khoborerchokh logo

ফাইল ফটো

পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃপীরগঞ্জে প্রাইভেটকার ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছে।গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাহাদুরপুর নামক ব্রিজের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অই সময় পীরগঞ্জ থেকে আগত একটি মাইক্রোবাস ও বালুভর্তি মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এতে ঘটনাস্থলেই আলহাজ্ব শাহজাহান মিয়া (৭০) মারা যায়। অপরদিকে মাইক্রো বাসে থাকা আরও আটজন যাত্রী সকলেই গুরুতর আহত হন এদেরকে ফার সার্ভিস উদ্ধার পূর্বক পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উল্লেখ্য, মাইক্রো বাসে থাকা ৮ জনই সহোদর ভাই বলে জানা যায়। নিহত ও আহতদের সকলেরই বাড়ি উপজেলার চৈত্রকোল ইউনিয়নের চকবর খোদা গ্রামে বলে জানা যায়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, উক্ত ৮ ভাই মিলে পীরগঞ্জে জমি রেজিস্ট্রি করে মাইক্রো যোগে বাড়ি ফিরছিলেন। দলিল লেখক ইসতাজুল জানান, রাত্রি পৌনে আটটায় তাদের দলিল রেজিস্ট্রি করা হয়। উল্লেখ্য যে, পীরগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার খাইরুজ্জামান মিয়া অদ্যই বিকেল চারটায় যোগদান পূর্বক রাত্রি দশটা পর্যন্ত দলিল রেজিস্ট্রি তে ব্যস্ত থাকেন। বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কারণে পূর্বের সাব রেজিস্ট্রার কে পীরগঞ্জ থেকে অন্যত্র বদলি করা হয়েছে। 



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com